আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে, ২০২০

করোনার গুরুতর পরিণতির ব্যাপারে সতর্ক করলেন ফাউসি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের গুরুতর পরিণতি সম্পর্কে মার্কিন সিনেটকে সতর্ক করেছেন দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার তিনি বলেছেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে ভাইরাসটি সারা দেশে ছড়িয়ে পড়বে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। সিনেটকে তিনি বলেছেন, পুনরায় অর্থনীতি সচল করে দিতে ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করা না হলে ভাইরাসটির প্রাদুর্ভাব কিছুটা কম হবে। যুক্তরাষ্ট্রে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ৮০ হাজারেরও বেশি বলে আশঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ।

ড. অ্যান্থনি ফাউচির মন্তব্য দৃশ্যত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। অর্থনীতি বাঁচাতে করোনাকেন্দ্রিক বিধিনিষেধগুলো তুলে দেওয়ার পক্ষপাতী ট্রাম্প। ভিডিও কলের মাধ্যমে সিনেটের রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির সঙ্গে কথা বলেন ১৪ দিনের সতর্কতামূলক কোয়ারেন্টাইনে থাকা অ্যান্থনি ফাউচি।

অর্থনীতি ফের সচলের হোয়াইট হাউসের পরিকল্পনা নিয়েও কথা বলেন শীর্ষস্থানীয় এ স্বাস্থ্য বিশেষজ্ঞ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close