আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ, ২০২০

লকডাউনের জন্য ‘ক্ষমা চাইলেন’ মোদি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন জারির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন সপ্তাহের লকডাউনকে কঠোর পদক্ষেপ বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। গত রোববার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি জানি এই লকডাউনের ফলে মানুষের অনেক সমস্যা-দুর্ভোগ হচ্ছে। সে জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।’ তবে কষ্ট হলেও লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

নরেন্দ্র মোদি জানান, করোনা মোকাবিলায় লকডাউনই একমাত্র পথ। ভারতজুড়েই দেখা যাচ্ছে কিছু মানুষ লকডাউন অগ্রাহ্য করছেন। দেশবাসীকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছে তিনি বলেন, বেশ কিছু মানুষ নিয়ম ভেঙে সমাজের ক্ষতি করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close