আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুলাই, ২০১৯

ফ্রান্সে সৌদি যুবরাজের বোনের বিচার শুরু

দেহরক্ষীর মাধ্যমে এক কর্মীকে নির্যাতন চালানোর অভিযোগে ফ্রান্সে সৌদি আরবের এক রাজকন্যার বিচার শুরু হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানের (৪৩) বিরুদ্ধে অস্ত্র দিয়ে সহিংসতা এবং অপহরণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মিসরীয় বংশোদ্ভূত এক কর্মী ২০১৬ সালে রাজকন্যা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। মঙ্গলবার ফ্রান্সের আদালত তাদের বিচার শুরুর নির্দেশ দিলেও সেখানে হাজির ছিলেন না রাজকন্যা। ফরাসি বার্তা সংস্থ এএফপি জানিয়েছে, দেহরক্ষী রনি সাইদি আদালতে হাজির ছিলেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে মিসরীয় বংশোদ্ভূত কর্মী আশরাফ আইদ পুলিশের কাছে রাজকন্যা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান, প্যারিসের ফোচ অ্যাভিনিউয়ে অবস্থিত সৌদি বাদশাহর মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কাজ করছিলেন। ওই সময়ে নিজের মোবাইল ফোনে সেখানকার বাথরুমের ছবি তুলেছিলেন তিনি। তার দাবি, কাজের সুবিধার জন্য ছবি ধারণ করেছিলেন তিনি। ফরাসি তদন্তে বলা হয়েছে, তবে আয়নার মধ্য দিয়ে তার ছবি তুলে ওই কর্মী বিক্রি তা করতে চান বলে সন্দেহ করে বসেন রাজকন্যা। ডাক দেন নিজের দেহরক্ষীকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close