আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মে, ২০১৮

দ. চীন সাগরে চীনা বোমারু বিমানের অবতরণ

আমেরিকার প্রতিবাদ

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকার একটি দ্বীপে চীনের কয়েকটি বোমারু বিমান অবতরণ করেছে। সামরিক মহড়ার অংশ হিসেবে বোমারু বিমানগুলো সেখানে অবতরণ করেছে বলে চীনের বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে ঠিক কোন দ্বীপে এবং কখন ওইসব বিমান অবতরণের ঘটনা ঘটেছে, তা জানানো হয়নি। শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, যেকোনো সময় যেকোনো স্থানে আক্রমণ করার সক্ষমতা বাড়াতে দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলোতে উড্ডয়ন এবং অবতরণ অনুশীলনের জন্য এইচ-৬কে মডেলের বোমারু বিমানগুলোকে সেখানে নেওয়া হয়েছে।

এদিকে, চীনের ওই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে আমেরিকা। মার্কিন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টফার লোগান বলেছেন, এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা এবং অস্থিরতা বাড়বে। বিতর্কিত অঞ্চলকে অব্যাহতভাবে সামরিকীকরণেরও অভিযোগ তুলেছেন মার্কিন মুখপাত্র।

দক্ষিণ চীন সাগরে এর আগে নৌ-বহর মোতায়েন করেছে আমেরিকা। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, ব্রুনেই ও মালয়েশিয়ার সঙ্গে চীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist