বিনোদন প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০১৯

ঈদের নাটক ‘লালসা কাব্য’

গার্মেন্ট ব্যবসায়ী নজরুল রাজ। তার ওখানে চাকরি করে তিশ তৃষ্ণা। একটা সময় তাদের দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাক্রমে তৃষ্ণা ব্যবসায়ী নজরুলের সব সম্পত্তি নিজের নামে করে নেয়। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা-অঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘লালসা কাব্য’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট।

ওয়াহিদ আদনান রাজিবের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নজরুল রাজ, শিপন মিত্র, তিশ তৃষ্ণা, সুমনসহ আরো অনেকে। নাটকটি নিয়ে নজরুল রাজ বলেন, ‘এই ঈদে আমার অভিনীত বেশ কয়েকটি নাটকের মাঝে লালসা কাব্য একটি। নাটকটির গল্পটা বেশ সুন্দর। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ এদিকে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্যায়নের কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close