বিনোদন প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০১৯

‘গানের মানুষ’-এর অতিথি তপন চৌধুরী

জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী। একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক তিনি। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সংগীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে জনপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন তপন চৌধুরী। ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। সোলসের সঙ্গে ২২ বছর কাজ করার পর তিনি একক সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এ পর্যন্ত তিনি প্রায় ৩০০ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। খ্যাতিমান এ সংগীতশিল্পীকে নিয়ে সাজানো হয়েছে এটিএন বাংলার নিয়মিত সংগীতানুষ্ঠান ‘নোভা প্রেজেন্টস গানের মানুষ’-এর আজকের পর্ব। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টায়। সঞ্চালকের সঙ্গে আলাপচারিতার ফাঁকে শিল্পী তার গাওয়া জনপ্রিয় ৬টি গান পরিবেশন করেছেন। গানগুলো হলোÑ আকাশের সব তারা, দিন কি রাতে, আমি সব কিছু ছাড়তে পারি, কাঁন্দো কেনে মন, তুমি আমার প্রথম সকাল এবং মন শুধু মন ছুঁয়েছে। কণ্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close