বিনোদন ডেস্ক

  ২০ ডিসেম্বর, ২০১৮

শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

বিশ্বসংগীতের এক অপ্রতিদ্বন্দ্বী সংগীতশিল্পী শাকিরা। নব্বইয়ের দশকে তার যাত্রা শুরু। সেই থেকে এখনো তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, তা যেন দিন দিন বেড়েই চলেছে। স্পেনীয় ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে টানা আট বছর ধরে প্রেম করছেন ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত এ পপতারকা। বেশির ভাগ সময় স্পেনেই বসবাস করতেন তিনি। আর সে কারণ দেখিয়ে এবার স্পেন সরকার তার বিরুদ্ধে ১১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ তুলেছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দেশটির সরকার পক্ষের আইনজীবীর মতে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের বার্সেলোনায় বসবাস করেছেন শাকিরা। মাঝে মধ্যে ভ্রমণের সময়গুলো বাদ দিয়ে বছরের বেশির ভাগ সময় স্পেনেই বসবাস করতেন এ সংগীতশিল্পী। তাই তিনি স্পেনের বাসিন্দা ছিলেন। সুতরাং ওই বছরগুলোতে শাকিরার আয়ের ওপর স্পেন সরকারকে কর দেওয়াও বাধ্যতামূলক ছিল। কিন্তু তিনি আয়কর ফাঁকি দিয়েছেন।

তবে শাকিরার প্রতিনিধি জানান, পেশাগত কারণে বিভিন্ন স্থানেই বসবাস করতেন শাকিরা। তাছাড়া তার বিরুদ্ধে যে বছরগুলো তুলে ধরে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে, ওই বছরগুলোতে তিনি আইনগতভাবে স্পেনের বাসিন্দা ছিলেন না। ওই সময় তিনি ছিলেন বাহামা দ্বীপপুঞ্জের নাগরিক।

উল্লেখ্য, শাকিরা ছাড়াও এর আগে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ আনে দেশটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close