reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

ওষুধ কোম্পানির প্রতিনিধির ওপর অন্যায় আবদার কেন

ব্যাধি নিরাময়ের প্রধান মাধ্যম হলো ওষুধ। তাই ওষুধকে জীবন রক্ষাকারী পণ্য বলা হয়ে থাকে। আর এই ওষুধকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কোম্পানিগুলোর স্থানীয় প্রতিনিধি রয়েছে। যারা ওষুধ ও ওষুধের গুণগতমান সম্পর্কে ডাক্তারদের ধারণা দিয়ে থাকেন। এ ছাড়া ফার্মেসিগুলোতে ওষুধ বিপণন করে থাকেন এই প্রতিনিধিরা। কিন্তু এই প্রতিনিধিদের সঙ্গে ফার্মেসিম্যান ও ডাক্তারদের অনেক অন্যায় আবদার লক্ষ করা যায়। যেমনÑ ভ্রমণের নামে অর্থ চাওয়া, ফ্যামিলির জন্য গিফট চাওয়া ইত্যাদি। এছাড়া সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের চাওয়ার তো কোনো শেষ নেই। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এই অমানবিক আচরণ কখনই মেনে নেওয়া যায় না। স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালনকারী এই প্রতিনিধিদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় আবদারগুলো বন্ধ করা জরুরি। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

মো. আজিনুর রহমান লিমন, ডিমলা, নীলফামারী

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist