আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

আলবেনিয়ায় ভূমিকম্পে ৬৮ জন আহত

আলবেনিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্পে ৬৮ জন আহত হয়েছে। এ ছাড়া বেশকিছু বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওগের্তা মানাসটিরলিউ জানিয়েছেন, তিরানা এবং দুরেস এলাকায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬৮ জন। এদের মধ্যে অনেকেই এরই মধ্যে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছে হাসপাতাল। ভূমিকম্পের সময় আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসার সময়ই অধিকাংশ মানুষ আহত হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার বন্দর নগরী দুরেসে ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের সময় রাজধানী তিরানা এবং দুরেসে প্রচ- কম্পন অনুভূত হয়েছে। সে সময় ভবনগুলো কেঁপে উঠছিল। ভয়ে আতঙ্কে লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close