প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

আখেরি চাহার শোম্বা ২৩ অক্টোবর

বাংলাদেশের আকাশে রোববার কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সোমবার মহররম মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে (তবে চন্দ্রমাস গণনা পদ্ধতিতে আজ সন্ধ্যা থেকে) সফর মাস গণনা করা হবে। ফলে ২৩ অক্টোবর সারাদেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ চতুর্থ বুধবার। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিমবিশ্বে আখেরি চাহার শোম্বা পালিত হয়।

ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে এ দিনে কিছুটা সুস্থবোধ করেছিলেন। দিনটিকে মুসলমানরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তারা নফল ইবাদত-বন্দেগি ও দুস্থদের মাঝে ভালো খাবার বিতরণের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আখেরি চাহার শোম্বা,ইসলামিক ফাউন্ডেশন,চাঁদ দেখা কমিটি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close