গাজীপুর প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

বিএনপি’র কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধণা

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধণা দেয়া হয়েছে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে মহনগরীর হাড়িনাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি’র সাবেক সভাপতি হাসান আজমল ভূইয়া।

মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর মেট্রো থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক মো. বারেক সরকার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইজউদ্দিন আহমেদ, পূবাইল থানা শ্রমিক দলের নেতা মো. বিল্লাল হোসেন প্রমূখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারা নির্যাতিত নেতা-কর্মী,বিএনপি,সংবর্ধণা,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close