কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ব্রাক অফিস সংলগ্ন লিমন স্টোরকে ৩ হাজার টাকা, মিতালী ভান্ডারকে ২ হাজার টাকা, উত্তর বাজার সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে এ সময় উপজেলার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে দেখা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,ভোক্তা অধিদফতর,অভিযান,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close