সিরাজগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৫ দিনে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। শনিবার (১৯ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মা ইলিশ সংরক্ষণে কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ৫ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৭টি অভিযান ও ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬টি মামলা, ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা ও প্রায় এক দশমিক ৫৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, চলতি মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের এ সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।