সুনামগঞ্জ প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোজ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোজ আছেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে যান। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি।