কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় যুবকের লাশ উদ্ধার
সদ্য মালয়েশিয়া থেকে দেশে ফিরে লাশ হলো সাতক্ষীরার কলারোয়ার এক যুবক। একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামে ঘটনাটি ঘটেছে । মৃত ওই যুবকের নাম আকরাম হোসেন (৩২)। সে ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে মাঠে যাওয়ার সময় যুগিখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামারালী হাইস্কুলের পিছনের একটি আম বাগানে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় আকরাম হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারা আরো জানান, ১০/১২ দিন আগে মালয়েশিয়া থেকে সে দেশে ফিরেছে। মৃতের বোন জানান, তার ভাই আকরাম হোসেন ৩০ পারা কোরআনে হাফেস ছিলেন। সে আত্মহত্যা করতে পারে না।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীন জানান, মৃতের পিতার আবেদনের প্রেক্ষিতে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।