সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকাপের ধাক্কা, নিহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সিমান্তবাজার মোড় এলাকায় পিকাপ-ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে সিমান্তবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) মোহাম্মদ আলীর ছেলে মোঃ রনি (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সিমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ৭ টার দিকে ট্রায়ার পাংচার হওয়ায়, ড্রাইভার ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলে। একই সময় ঢাকা হতে ছেড়ে আসা মালবাহী পিকাপ লুবা এন্টার প্রাইজ” (ঢাকা মেট্রো ১৯-৮১০০) পিছন থেকে ধাক্কা দিলে, লুবা এন্টার প্রাইজের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় সামনে থাকা মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পরে এই লেনটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,পিকাপ,ট্রাক,সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close