সিরাজগঞ্জ প্রতিনিধি
চিনি দিয়ে তৈরি ভেজাল মিশ্রি ও গুড় বিক্রির দায়ে জরিমানা
সিরাজগঞ্জের সদর ও কাজিপুর উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল গুড়, মিশ্রি বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় দুটি পোল্ট্রি খামারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার ছোনগাছা ও রতনকান্দি এবং কাজিপুর উপজেলার গান্ধাইল এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স ও জেলা ভোক্তা অধিদপ্তর যৌথ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বুধবার যৌথ অভিযান চালিয়ে চিনি দিয়ে তৈরি করা ভেজাল মিশ্রি ও গুড় বিক্রির দায়ে ছোনগাছা বাজারের ইমরান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও কাজিপুরে গন্ধাইলে যমুনাপাড়া এলাকায় মূল্য তালিকা না ঝুলিয়ে ভাউচার ছাড়া ডিম বিক্রির দায়ে রেখা পোল্ট্রি ফার্মকে ২০ হাজার টাকা এবং একই অভিযোগে সদর উপজেলার রতকান্দি এলাকায় খামার মালিক রফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিগণ সহায়তা করেন।
পিডিএস/এমএইউ