সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জে পলিথিন তৈরি বিক্রির দায়ে প্লাস্টিক কারখানাকে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্লাস্টিক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া দেওয়া হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রিট জাকির হোসাইনের নেতৃত্বে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ আদালত উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এ অভিযান চালায়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এনএসআইয়ে যুগ্ম পরিচালক আব্দ্লুাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনাবাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জননী প্রিন্টং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,প্লাস্টিক,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close