সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে হাটিকুমরুল হাইওয়ে থ্রি হুইলার বন্ধে ওসির মাইকি
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
গত ১১ অক্টোবর ওসি মোহাম্মদ জাকির হোসেন মোল্লার যোগদানের পর হতে হাটিকুমরুল মহাসড়কে শৃঙ্খলা ফিরে আনতে নিজেই মহাসড়কে মাইকিং শুরু করেছেন।
অটোরিকশা, ইজিবাইক,সিএনজিসহ ইঞ্জিন চালিত থ্রি-হুইলার মহাসড়কে না চালাতে প্রচারাভিযান শুরু করেছেন। এ ছাড়াও অদক্ষ চালক, লাইসেন্সবিহীন গাড়ি, হাই্রােলিক হর্ণ, স্পিড গানসহ অবৈধ যানবাহন থেকে জরিমানাও আদায় শুরু করেছেন। এসব জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি জাকির হোসেন মোল্লা।
বুধবার (১৬ অক্টোবর) মহাসড়কের নলকা, পাঁচলিয়া, সাহেবগঞ্জসহ হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় প্রচারাভিযান কালে জানান, সম্প্রতি হাটিকুমরুল মহাসড়কে থ্রি-হুইলার দ্বারা অরক্ষিত ছিল। তাই মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব তিনচাকার যানবাহন ড্রাইভারদের জানিয়ে দেয়া হচ্ছে। পরবর্তীতে মহাসড়কে উঠলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিডিএস/এমএইউ