দোহার (ঢাকা) প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২৪

দোহারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছবি: প্রতীকি

ঢাকার দোহারে মাদ্রাসায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ আতাহার ওরফে মুরছালিন (২২) নামের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

এর আগে সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মাদ্রাতুস ছাহাবা অ্যান্ড ইসলামিক একাডেমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে দোহার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের একটি গ্রামে ওই মাদ্রাসার শিক্ষক মুরছালিন ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,দোহার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close