কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদী

নিখোঁজের এক দিন পর উপজেলা পরিষদের পুকুরে মিলল শিশুর মরদেহ

মো. ইমন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের এক দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে মো. ইমন (১০) নামে শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালের দিকে প্রাতভ্রমণকারীরা মরদেহ ভাসতে দেখে পুলিশে জানালে তারা মরদেহ উদ্ধার করে।

শিশু মো. ইমন জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে কটিয়াদী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী পশ্চিম পাড়ায় শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ে ইমন। প্রতিদিনের মতো গত সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বিষয়টি কটিয়াদী মডেল থানায় অবহিত করা হয়। পরবর্তীতে মঙ্গলবার ভোরে প্রাতভ্রমণকারীরা কটিয়াদী উপজেলা পরিষদের ভেতরের পুকুরে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে স্বজনরা ইমনের মরদেহ শনাক্ত করেন বলে জানা যায়।

কটিয়াদী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার সাহা বলেন, ‘প্রতিদিন পড়তে আসলেও গতকাল সে আসেনি। নিখোঁজের সংবাদ শুনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি।’

ইমনের চাচা দুলাল মিয়া বলেন, প্রাইভেট পড়তে ওই দিন বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে নিখোঁজের সংবাদও প্রচার করা হয়। যে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে সন্ধ্যার পরও মানুষের চলাফেরা থাকে। ঘটনাটি কখন কিভাবে ঘটেছে তিনি বুঝে উঠতে পারছেন না। তার বই, ব্যাগ পাওয়া যায়নি। তবে পরনের কাপড় পুকুর পাড়ে পাওয়া যায় বলে জানান তিনি।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, সকালে উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে বলে জানান তিনি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোরগঞ্জ,কটিয়াদী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close