নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২৪

পিকনিকের ট্রলারে হামলা

রূপগঞ্জে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকনিকের ট্রলারে হামলায় নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে রাজীব হোসেন নামে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কাঞ্চন পৌরসভার তারৈল এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজীব হোসেন (৩১) গাজীপুরের কালীগঞ্জ থানার বরকাও এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এর আগে রবিবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে পিকনিক ট্রলারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিব, বাদল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রাব্বী মিয়া, আলামিন, রেজাউল, শ্যামল মিয়াসহ অন্তত ১০ আহত হয়। এ সময় আহত অবস্থায় ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান রাজিব। এ ঘটনায় তার বোন মাহমুদা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাজীবের ভাই আরিফ জানান, রবিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জের বরকাও এলাকা থেকে তার ভাই রাজীবসহ প্রায় ৩০ জনের বন্ধু মহল পূর্বাচলের দিকে ট্রলারে করে ঘুরতে আসেন। পথে রাত ৯টার দিকে তারৈল এলাকার পৌঁছলে ২০-২৫ জনের একটি দল ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে পিকনিক ট্রলারে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ট্রলারে থাকা পিকনিকের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিব প্রতিবাদ করলে অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে নদীতে ফেলে দেয় হামলাকারীরা। এরপর থেকে রাজিব নিখোঁজ ছিল। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘খবর পেয়ে দুপুরে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে থেকে রাজীবের হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,রূপগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close