যশোর প্রতিনিধি
শামছুর রহমান হত্যাকাণ্ড
যশোরে কালো ব্যাচ, শোকযাত্রায় শহিদ সাংবাদিক স্মরণ
যশোরে কালো ব্যাচ ধারণ, শোক পদযাত্রাসহ নানা কর্মসূচিতে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ২৪তম বার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করেন। পরে কারবালা কবরস্থানে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতারা।
ফুলেল শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ, দৈনিক রানার, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে দোয়া অনুষ্ঠান হয়।
এছাড়া প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোতোষ বসু। সভায় বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
জেইউজে সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন জেইউজে সাবেক সভাপতি সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, হাবিবুর রহমান মিলন প্রমুখ। এছাড়া প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিলের আয়োজন করে।
পিডিএস/আরডি