কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে নৌকাডুবি
১৮ ঘণ্টা পর মায়ের মরদেহ উদ্ধার, ছেলে এখনো নিখোঁজ
গাজীপুরের কালিয়াকৈরে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজের ঘটনায় ১৮ ঘণ্টা পর মায়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছে ছেলে। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ মা-ছেলের মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
এর আগে সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বগাবাড়ি বিলে পরিবারের সঙ্গে বেড়াতে নৌকা ডুবে তিন বছর বয়সী ছেলে ও মা দুজনে পানিতে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজ মা-ছেলে উপজেলার ভাওমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (২১) ও তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩)।
স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে ঘুরতে গিয়ে বিলে নির্মিত একটি কালভার্টের কাছে গেলে নৌকাটি বানের তোড়ে ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও তার ছেলে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধারে কাজ এখনো চলমান রয়েছে বলে জানা যায়।
পিডিএস/আরডি