দোহার (ঢাকা) প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২৪

ভ্রাম্যমাণ আদালত 

দোহারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট মো. মামুন খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জান গেছে, মঙ্গলবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন ও বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইনে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট মামুন খান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,দোহার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close