চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৪
চৌদ্দগ্রামে অস্ত্রসহ আটক একজন
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি এলজি গানসহ শাকিল আহমেদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ তথ্য মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান।
গ্রেপ্তার শাকিল আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে শামুকসার গ্রামের অভিযান চালিয়ে রাতে অস্ত্রসহ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্নস্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন