বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২৪

বাউফলে সংঘবদ্ধ ধর্ষণ, পিস্তল বাবু গ্রেপ্তার

ছবি: প্রতীকি

পটুয়াখালীর বাউফলে এক কলেজ ছাত্রীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৭ জুলাই) সকালে ওই বাবুকে বাউফল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে বাবুকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে বলে এ তথ্য নিশ্চি করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন।

এর আগে শনিবার (৬ জুলাই) বিকেলর দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানার কতমতলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাবু বাউফল উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী বাউফলের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, গত ১১ জুন ওই ছাত্রী কলেজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে পিস্তল বাবু, সুমন ও সিএনজি চালিত অটো রিকশা চালক সোহেল তাকে একটি ঘরের ভেতর ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা করে। পরে আসামীরা আত্মগোপনে চলে যায়।

এর পরিপ্রেক্ষিতে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল ৫টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামী পিস্তল বাবুকে গ্রেপ্তার করে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,বাউফল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close