আমতলী(বরগুনা) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২৪

আমতলীতে ব্যাগে মিলল গাঁজা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ জুলাই) সকালের দিকে আমতলী চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৬)। মিলন বরিশালের রূপাতলী এলাকার ও রাব্বি বরিশাল কোতোয়ালি থানার তাজকাঠি গ্রামের বাসিন্দা।

বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের কাছে তথ্য ছিল শুক্রবার সকালে আমতলীতে বড় ধরনের মাদকের চালান হবে। তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৪ জুলাই) গভীররাতে জেলা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে পরে সকালের দিকে গাজা জব্দসহ দুজনকে গ্রেপ্তার করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বরগুন গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয় এবং দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনা,আমতলী,গ্রেপ্তার,গাঁজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close