ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২৪

দিনাজপুরের পার্বতীপুর

বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের দাবি স্থানীয়দের

পার্বতীপুরে দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিকে প্রাথকিমভাবে সংস্কার করছে স্থানীয়রা।ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের পার্বতীপুরে একটি বিদ্যালয়ের মাঠ খেলার উপযোগী করতে সরকারের বিশেষ বরাদ্দের দাবি জানান স্থানীয় যুব সমাজ ও স্থানীয়রা। পার্বতীপুর উপজেলার দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্করণের দাবিতে ওই এলাকার নাগরিক ফোরামের পক্ষে মো. নুর আলম গত ২৭ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।

আবেদনে সূত্রে জানা গেছে, ইউনিয়নের এক খেলার মাঠ দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এই মাঠটি। পার্বতীপুরের শেষ সীমানা ও ফুলবাড়ী উপজেলার শেষ সীমানা সংলগ্ন ওই প্রাথমিকটি। অল্প বৃষ্টিতেই মাটিতে পানি জমা হয়ে মাঠটি খেলার অনুপোযোগী হয়ে যায়। এছাড়া এলাকার লোকজন মাঠটি ধানের খড় রাখার চাতাল এবং উঠান হিসেবে ব্যবহার করে। মাঠের পাশে চলাচলের রাস্তা থাকলেও অনেকে মাঠের মাঝখান দিয়ে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করেছে। যার ফলে মাঠটি দিন দিন খেলার অনুপোযোগী হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

এদিকে মাঠটিকে খেলার অনুপযোগী না করলে দিন দিন এলাকার যুব সমাজ খেলা থেকে বিমুখ হয়ে মাদক এবং বিভিন্ন রকম অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি ঐতিহ্যবাহী মাঠ, দীর্ঘ কয়েক যুগ ধরে এই মাঠে খেলাধুলা করে আসছে এলাকার যুবসমাজ। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হোক।


  • কেউ এলাকার উন্নয়নে খোঁজ রাখেন না অভিযোগ প্রধান শিক্ষকের
  • এলাকার যুব সমাজ খেলা থেকে বিমুখ হলে মাদক ও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে অভিযোগ

স্থানীয় পাপ্পু বলেন, আমরা নিজ উদ্যোগে মাঠটিকে সংস্কার করছি। এখনো মাঠের অনেক কাজ বাকি রয়েছে। বাকি কাজগুলো করতে আমরা জেলা প্রশাসক, ইউএনও ও অত্র ইউনিয়নের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

বিদ্যালয়ের সভাপতি মো. আশরাফুল আলম জানান, এই বিদ্যালয়টি শেষ সীমানায় হওয়ায় এখানকার স্থানীয় জনগণ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। স্কুলের খেলার মাঠটি সরকারি অনুদান না পাওয়ায় খেলা ধুলার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি রাস্তাটিও পাকা করা হচ্ছে না। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও স্থানীয়রা বর্ষাকালে কাদার মধ্যে যাতায়াত করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নাছিমা খাতুন জানান, বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা হলে এলাকার যুব সমাজ খেলায় মেতে থাকবে। মাদক থেকে দূরে থাকবে। কিন্তু কেউ এই এলাকার উন্নয়নকল্পে খোঁজ রাখেন না।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,ফুলবাড়ী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close