বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২৪

সংস্কারের অভাবে সেতু ভেঙে পড়ল নদীতে, বিচ্ছিন্ন তিন গ্রাম 

বারহানউদ্দিনে সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর সেতুটি সংস্কারের অভাবে সোমবার দুপুরের দিকে ধসে পড়ে। ছবি: প্রতিদিনের সংবাদ

ভোলার বোরহানউদ্দিনে সংস্কারের অভাবে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিন গ্রামের বাসিন্দারা। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার পরিবার। সোমবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের তেতুলিয়া নদীর বেড়িবাঁধের দরুন খালের ওপর নির্মিত আয়রন স্ট্রাকচারের সেতুটি ভেঙে যায়। এতে ভোগান্তিতে পড়েছে সাচড়া, গোবিন্দপুর ও দরুন গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজগামী সাধারণ শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা রহুল আমিন, চাঁন মিয়া ও সোনা মিয়া খানসহ অনেকে জানান বলেন, প্রায় ১০ বছর আগে সেতুটির দুই দিকের মাটি সরে যায়। কোনো প্রকার সংস্কার না হওয়ায় সেতুর অনেক অংশ ভেঙে যায়। তখন থেকে ভাঙা অংশে বাঁশ ও গাছ দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীরা পার হতো। সেতুটি হাঠৎ ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েন তারা। তাই দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

সাচড়া ইউপি সদস্য কয়ছের আহমেদ পরী জানান, ২০০৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ১০ বছর ধরে এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সেতুটি ভেঙে যাওয়ায় এখন তিন গ্রামের বাসিন্দারা দুভোর্গে পড়েছেন।

উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান জানান, দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,বোরহানউদ্দিন,সেতু ভেঙে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close