সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন : সিংগাইরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৩ জন

ছবি : প্রতিদিনের সংবাদ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন প্রার্থী। এর মধ্য ক্ষমতাসীন দল আ. লীগপন্থি ২জন ও বিএনপিপন্থি ১ জন।

ঘোষিত তপসিল অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

এতে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান (আনারস প্রতীক),উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম (কাপ পিরিচ প্রতীক) ও জার্মিত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম(দোয়াত কলম প্রতীক)।

উল্লেখ্য, নির্বাচনের তপসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ এপ্রিল বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৩ জনের প্রার্থীতা বৈধতা পায়।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপজেলা পরিষদ নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close