মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০২৪

মহাদেবপুরে ব্যাংক পুনঃস্থাপনের দাবি 

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁ মহাদেবপুর উপজেলার পাঁটাকাটা হাটে জনতা ব্যাংকটি প্রায় ৫০ বছর ধরে চলা ব্যাংকিং চালিয়ে আসছিল। হঠাৎ করে গত বৃহস্পতিবার রাতের আঁধারে উপজেলার সতিহাট বাজারে স্থানান্তর করা হয়েছে। ওই ব্যাংকের পাঁটাকাটা হাটের এ শাখাটি পুন:স্থাপনের দাবিতে গত শুক্রবার বিকেলে ব্যাংক চত্ত্বরে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা।

এ মানববন্ধনে স্থানীয়রা ও গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জনতা ব্যাংকের এ শাখাটি পুন:স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, পাঁটাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পাঁটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, পাঁটাকাটা বাজার বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ব্যবসায়ী শামসুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
​নওগাঁ,নওগাঁ মহাদেবপুর,জনতা ব্যাংক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close