reporterঅনলাইন ডেস্ক
  ২০ এপ্রিল, ২০২৪

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আরো ১১ বিজিপি সদস্য

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাতিমারা ঝিড়ি এবং টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ১১জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাতিমারা ঝিড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৮জন এবং টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৩জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর সদস্যরা তাদের নিরস্ত্র করে তাদের হেফাজতে নিয়ে আসে।

তিনি আরও জানান, সীমান্তরক্ষী বাহিনীর ১১জন সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মিয়ানমারের সর্বমোট ২৮৫জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে তাদের খাবার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,বাংলাদেশ,বিজিপি সদস্য,আরাকান আর্মি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close