মৌলভীবাজার প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারে জুয়ার আসর, গ্রেপ্তার ১৩

ছবি: প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজার সদর উপজেলায় জুয়ার আসর থেকে খেলায় ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ ২৬ হাজার ১১০ টাকা জব্দসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতের দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার জনৈক খলিল মিয়ার ফিশারিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফিশারির মালিক খলিল মিয়া, শাহানুর মিয়া, আলী আহমদ, জায়ফর মিয়া, ছিকন খাঁ, জীবন মিয়া, দিলাল মিয়া, সাঈদ মিয়া, ইউসুফ মিয়া, আতাউর রহমান, মৌলদ মিয়া, আকবর এবং আলী হোসেন।

অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান। তিনি জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলত। গোপন সূত্রের মাধ্যমে পাওয়া এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আটক ব্যক্তিদের হেফাজতে নগদ ২৬ হাজার ১১০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close