আজিজুল হাকিম, মানিকগঞ্জ

  ১৮ এপ্রিল, ২০২৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

‘দূষণের মূলকারণ কনস্ট্রাকশন ও ম্যাটারিয়াল পরিবেশ বান্ধব নয়’

ছবি: প্রতিদিনের সংবাদ

পরিবেশ ও শহর দূষিত হওয়ার মূলকারণ কনস্ট্রাকশন ও ম্যাটারিয়াল পরিবেশ বান্ধব নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘পরিবেশ ও শহর দূষিত হওয়ার মূলকারণ আমাদের কনস্ট্রাকশন ও ম্যাটারিয়াল পরিবেশ বান্ধব নয়। কার্বন নিঃস্বরণের জন্য ভালো কোনো ম্যাটারিয়ালস নেই, এই অবস্থা থেকে মুক্তি পেতে পৃথিবীব্যাপী মানুষ বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টার একটা হচ্ছে ইটের পরিবর্তে এএসি ব্লক বা ব্লক ইট ব্যবহার করা। ইতিমধ্যে পরিবেশ বান্ধব নির্মাণসামগ্রী দিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আমরা চাইব, জেলা পর্যায় থেকে শহর পর্যায়ে পরিবেশ বান্ধব এএসি ব্লক বা ব্লক ইটের মাধ্যমে সরকারি উন্নয়ন কাজ করা হবে।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘ-শিমুল এলাকায় ম্যাক্সক্রিটের এএসি ব্লক ফ্যাক্টরির উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘পরিবেশ দূষণে পৃথিবীর যতগুলো বিপদজনক ও খারাপ দেশ আছে, তারমধ্যে সবচেয়ে বিপদজনক ও খারাপ দেশের তালিকার মধ্যে বাংলাদেশও আছে। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে একটা ঢাকাও আছে। পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে পৃথিবীর মানুষ বিপদজনক ও খারাপ পরিস্থিতিতে আছে।’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, দেশের ইটের ভাটার কালো ধোয়ার পরিবেশ নষ্ট হচ্ছে। আবার এসব কালো ধোয়া বাতাসের সঙ্গে আকাশে উড়ে যাচ্ছে। ইটের ব্যবহার কমাতে এবং পরিবেশ বান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করতে আজকে (বৃহস্পতিবার) এএসি ব্লকের কার্যক্রম উদ্বোধন করা হলো। যাদের টাকা-পয়সা আছে বা শিল্পকারখানা আছে, আপনারা পরিবেশ বান্ধব নির্মাণসামগ্রীর কারখানা তৈরি করতে এগিয়ে আসেন। কারণ একমাত্র পরিবেশ বান্ধব নির্মাণসামগ্রী পারবে ইটের ব্যবহার কমাতে এবং পরিবেশ রক্ষা করতে।’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে একটা জিনিষ দরকার, সেটা হলো দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে আপনি যতই জ্ঞানী বা ধনী হন, সেটা কোনো কাজে আসবে না। দেশ এগিয়ে যাবে না। সুতরাং আমাদের দেশপ্রেম নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close