প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে চেঙ্গি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া মোহাম্মদপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পানছড়ির মোহাম্মদপুর এলাকায় চেঙ্গি নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাদিয়া তার মামা, মামি এবং মামাত ভাইবোনসহ চেঙ্গি নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীর গভীর খাদে পরে যায় সাদিয়াসহ তিন ভাই-বোন। স্থানীয়রাসহ তার মামা তিনজনকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে।

অগ্নিকাণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ পরিবারের ১৯টি ঘর, ৫টি গরুসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে বুধবার (১৭ এপ্রিল) মধ্য রাতে এ আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, রাতে ওই গ্রামের লাল মিয়ার গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রত্যেক পরিবারকে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেন।

আলোকময় কুঠিবাড়ি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রমত্ত পদ্মার তীরবর্তী শিলাইদহে বিশ্বকবি রবি ঠাকুরের কুঠিবাড়িতে সাহিত্য, সংস্কৃতি, নিত্যানুষ্ঠানসহ বর্ণিল নানা আয়োজন হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের সহযোগিতায় কুঠিবাড়ি অ্যম্ফিথিয়েটার প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় হাই কমিশন-ঢাকা। ইউএনও এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন রবীন্দ্র বিশেষজ্ঞ ও সঙ্গীত শিল্পী ড. আনন্দ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ অন্যরা।

গ্রেপ্তার

হোসেনপুর প্রতিনিধি

হোসেনপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) রাতের দিকে হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন সঙ্গীয় অন্যান্য কর্মকর্তা ও ফোর্সদের সহযোগিতায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মতিউর রহমান ফ্রি চিকিৎসা কেন্দ্রের এক বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুরে ফ্রি চিকিৎসা কেন্দ্রের আয়োজনে এক বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল। সৈয়দ মতিউর রহমান ফ্রি চিকিৎসা কেন্দ্রের পৃষ্ঠপোষক সৈয়দ মিজানুর রহমান সজল এর সভাপতিত্বে ও জহিরুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close