শেরপুর প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২৪

ঝিনাইগাতীতে ১০ কাজে ই-জিপি দরপত্র  

ছবি: প্রতিদিনের সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনের মাধ্যমে টেন্ডার (ই-জিপি) লটারি হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আব্দুল্লাহ আল মামহমুদ ভূঁইয়ার পরিচালনায় এ ই-জিপি দরপত্র শেষ করা হয়।

লটারির সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ঠিকাদার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনলাইনের মাধ্যমে টেন্ডার (ই-জিপি) লটারিতে নির্বাচিত ঠিকাদারপ্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স আমেনা কনস্ট্রাকশন, মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ, মেসার্স সাফওয়ান এন্টারপ্রাইজ, মেসার্স শেফালী কনস্ট্রাকশন, মেসার্স ফাতেমা কনস্ট্রাকশন অ্যান্ড বির্ল্ডাস, মেসার্স গণি বিল্ডার্স, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আজিজ এন্টারপ্রাইজ, মেসার্স স্বর্ণালী-সজিব এন্টারপ্রাইজ ও মেসার্স সাইফুল ট্রেডার্স। এতে ১ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ১০টি কাজের প্যাকেজের নির্ধারিত কাজের জন্য এ দরপত্র শেষ হয়। অনলাইন এ টেন্ডার প্রক্রিয়ায় শতাধিক ঠিকাদার অংশগ্রহণ করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেরপুর,ঝিনাইগাতী,ই-জিপি,লটারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close