ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২৪

‘ইনু মুজিব কোর্ট ছেড়ে হত্যার রাজনীতি শুরু করেছেন’ 

ছবি: সংগৃহীত

স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য কামরুল আরেফিন বলেছেন। রবিবার (৭ এপ্রিল) ভেড়ামারা সরকারি মহিলা কলেজে দুস্থ মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার শাড়ি, লুঙ্গি বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

কামরুল আরেফিন আরো বলেন, ‘তিনি (ইনু) খুব ভালোভাবে জানেন স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীকে কিভাবে মুজিব কোর্টের ভিতরে লুকিয়ে রাখতে হয়।’

জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে জড়ানোর ব্যাপারে তিনি বলেন, ‘আমরা হত্যার রাজনীতি করি না। হত্যাকে আমরা ঘৃণা করি। আমি ওসি সাহেবকে ফোন করেছি আসামি ধরার জন্য। আমি জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপনকে ফোন করেছি সহযোগিতার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক তাদের নেতা (ইনু) যিনি বঙ্গবন্ধুর সময় থেকে খুনের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি জনশ্রুতিতে আছে তিনি ইনডাইরেক্টভাবে বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত, সেই নেতার মুখ থেকে ভালো কথা কখনো আশা করা যায় না।’

আওয়ামী লীগের কর্মীদেরকে ঘরকাটা ইদুর বলার বিষয়ে তিনি বলেন, ‘ইঁদুর তো উনি, পনেরোটা বছর চারজনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে কুরে কুরে খেয়েছেন। এখন আর সে সুযোগ পাচ্ছেন না।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,ভেড়ামারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close