আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ২১ মার্চ, ২০২৪

আদমদীঘিতে ৭ দিনেও খোঁজ মেলেনি ফিড ব্যবসায়ী কাজলের

ছবি: প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘি সদরের মৎস্য খাদ্যের ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলের রহস্যজনক নিখোঁজের ৭ দিনেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার সন্ধান না মেলায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে।

নিখোঁজ কাজলের ছেলে মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, গত ১৪ মার্চ সকালে তার বাবা ব্যক্তিগত কাজে বগুড়া শহরে যান। সেখানে কাজ শেষে আনুমানিক বিকেল ৩টায় বগুড়া থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আদমদীঘি থানা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ করা হয়েছে। কিন্তু ৭দিন অতিবাহিত হলেও তার নিখোঁজ বাবার সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিখোঁজ ফিড ব্যবসায়ী মাহবুবুর রহমান কাজলকে উদ্ধারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,আদমদীঘি,নিখোঁজ,সন্ধান,মেলেনি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close