মাগুরা প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২৪

মাগুরায় ২ দিনব্যাপী আবৃত্তি উৎসব 

ছবি: প্রতিদিনের সংবাদ

মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ২৬ বছর পূর্তি উৎসব ও ভাষা সৈনিক খান জিয়াউল হক স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতা। শনিবার (২ মার্চ) দুপুরে বর্ষপূর্তি উৎসব ও স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতা উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মাগুরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এসে শেষ হয়।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। মাগুরার শিক্ষাবিদ ভাষাসৈনিক খান জিয়াউল হকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তার প্রিয় ছাত্র বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক ডক্টর সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক রাশেদ হাসান ও মাহতাব সুমন। স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশের ১০০ আবৃত্তিশিল্পী থেকে বাছাই ৬ জন চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করছে।

পিডিএস/জেড

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,আবৃত্তি,স্বর্ণপদক,প্রতিযোগিতা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close