সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে জাটকা অভিযান, ৮ জেলের জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

শাওন/

সিরাজগঞ্জ যমুনা নদীর সদর অংশ থেকে অবৈধভাবে জাটকা ইলিশ মাছ ধরার সময় জাল জব্দসহ ৮ জেলকে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গত রবিবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে যমুনা নদীর সদর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মোবাইল কোর্টের মাধ্যমে আটক ৮ জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রকিবুল হাসান। এ সময় জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করার পর জাটকাগুলো স্থানীয় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আব্দুস সোবহান ও তার টিম এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, জেলা সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ যমুনা নদী,জাটকা ইলিশ মাছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close