নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ

নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলার আসামি আশরাফুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ৬ বছর পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। তবে এ সময় আসামি আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

আসামি আশরাফুলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ভুক্তভোগী লায়লা বেগম ও তার বড় বোন একই পোশাক কারখানায় কাজ করতেন। ২০১৮ সালের ২৫ অক্টোবর অসুস্থতার কারণে লায়লা কর্মস্থলে না গিয়ে বাসাতেই ছিলেন। সেদিন তার বোন কর্মস্থলে যান। এ সুযোগে ৪ থেকে ৫জন লায়লাকে সঙ্গবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। পরে ভুক্তভোগীর বোন কর্মস্থল থেকে বাসায় ফিরে বোনের মরদেহ দেখতে পান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভগ্নিপতি মো. মশিউর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close