নাটোর প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ 

নাটোরে ১৯ বছর পর ২ জনের যাবজ্জীবন

ছবি: প্রতিদিনের সংবাদ

নাটোরে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর সদর উপজেলা হয়বতপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর ও গুরুদাসপুরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রান্টু মিয়া। নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু বক্কর ও রান্টু মিয়া ওই স্কুল শিক্ষার্থীর বাড়ির পাশে রাজ মিস্ত্রির কাজ করতো। ওই শিক্ষার্থীর সঙ্গে আবু বক্করের সুসম্পর্ক হয়। একপর্যায়ে ২০০৫ সালের ২৫ মে দুপুরে ওই স্কুল শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আবু বক্কর ও রান্টু মিয়া। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তার স্বজনরা জানতে পারে। কিন্তু মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধার করে। পরে পুলিশ অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ এবং রান্টু মিয়ার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ ১৯ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,যাবজ্জীবন,অপহরণ,ধর্ষণ,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close