তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

ইউপি সদস্যের নেতৃত্বে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিদিনের সংবাদ

কুমিল্লার হোমনায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ আহমেদ (১৬) এর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য দেন, বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান ও শুভ, ৭ম শ্রেণির শিক্ষার্থী তৈয়বা, প্রাক্তন শিক্ষার্থী এবাদুল ইসলাম মিলন, মেহেদী হাসান সোহান, সিয়াম আহমেদ, পিয়ার মাহমুদ, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবাদুল ইসলাম মিলন বলেন, ছয়ফুল্লাহকান্দি মাথাভাঙ্গা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. পারভেজ আহমেদকে ২৮ শে জানুয়ারি পূর্বশত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য শাহ আলীর নেতৃত্বে ১০-১২ জন হামলা করে গ্যাস পাইপ ও লোহাকাঠ দিয়ে পিটিয়ে আহত করে, এ হামলায় জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এদিকে এ বিষয়ে জানতে ইউপি সদস্য শাহ আলীর মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লার হোমনা,শিক্ষার্থীর ওপর হামলার,প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close