শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৪

‘অনুরোধ করি কারো নামে মিথ্যা মামলা দিবেন না’

ছবি: প্রতিদিনের সংবাদ

‘হাতজোড় করে অনুরোধ করছি কারো নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না।’ এ কথা বলেন সহকারী পুলিশ সুপার মাগুরা (শালিখা সার্কেল) মোস্তাফিজুর রহমান। মাগুরার শালিখায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গত শনিবার বিকালে উপজেলার বরইচারা অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাগুরা মোস্তাফিজুর রহমান বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে একদিকে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হন অপরদিকে যার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় তিনিও ক্ষতিগ্রস্ত হন। তাই হাতজোড় করে অনুরোধ করছি কারো নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না। পাশাপাশি বাল্যবিবাহ, মাদকদ্রব্য সেবন, সামাজিক দাঙ্গা-হাঙ্গামা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। পরিবারের সদস্যদেরকে সময় দিবেন।

শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিংড়া সরকারি বিহারীলাল সিকদার কলেজের অধ্যাপক চন্দন বর, মাগুরা আদর্শ কলেজের অধ্যাপক তুষার কান্দি দে, বরইচারাড়া অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নারায়ণ চন্দ্র বর, প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরার শালিখা,ওপেন হাউজ ডে,পুলিশ সুপার মাগুরা (শালিখা সার্কেল) মোস্তাফিজুর রহমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close