চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৪

চৌহালীতে কারেন্ট জাল জব্দ সহ জেলেকে কারাদণ্ড

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের চৌহালীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৬ কেজি জাটকা জব্দ, পরিবহনের দায়ে এক জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।

গত শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালনো হয়।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি শফিকুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩০ জুন ৮ মাস জাটকা ধরা, বহন ও ক্রয়-বিক্রয় নিষেধ। এ সময় কারেন্ট জাল জনসম্মূখে পুড়িয়ে ধ্বংস এবং ৬ কেজি জাটকা এতিম খানায় বিতরণ করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, মৎস্য সম্পদ রক্ষায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জের চৌহালীতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close