কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২৪

মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী

সাগরদাঁড়িতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অমৃত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৯-২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হতে যাচ্ছে মধুমেলা। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সাগরদাঁড়িতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা হয়।

এ সময় মধুমেলা কমিটির সভাপতি ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফিরোজ কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, মেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেনসহ অন্যরা।

জানা যায়, কবির জন্মবার্ষিকীতে এবার মধুমেলাঙ্গনসহ আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‌্যাব ও ডিবি পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। মেলার মাঠে রাখা হবে মেডিকেল টিম, দর্শনার্থীদের জন্য ২৫টি টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা এবং বিনোদনের জন্য সার্কাস, যাদু, মৃত্যুকুপ, নাগরদোলার ব্যবস্থা থাকবে। এছাড়া মেলাঙ্গনে থাকছে বিভিন্ন পসরার ১৫১টি স্টল। মেলাঙ্গনে মধুমঞ্চ, কবির বাড়ি, বিদায় ঘাটসহ নানা স্থানে চুনকামসহ রং করা হচ্ছে। সাজানো হচ্ছে হরেক রকমের মধু গেট।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,কেশবপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close