আত্রাই (চাঁদপুর) প্রতিনিধি :
আত্রাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে দ্বীপ চাঁদপুর রফাতুল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার লায়লা, আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শামসুল আলম, আব্দুর রাজ্জাক, বিদায়ী শিক্ষার্থী সম্পা খাতুন, স্বপ্না খাতুন, নাজমুল হোসেন সোহাগ, মাসরুবা ফারহানাসহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
পিডিএস/এএমকে