বাগেরহাট প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

বাগেরহাটে শিবির নেতাসহ গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

বাগেরহাটের ছাত্র-শিবিরের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি আরিফ শেখকে (২৬) পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরিফের বাবা ফারুক শেখসহ শিবিরের আরো চার জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিবিরের সাবেক সভাপতি আরিফ শেখ সদর উপজেলার চুলকাঠি সৈয়দপুর গ্রামের ফারুক শেখের ছেলে। তবে জামায়াত-শিবিরের এ ঘটনা ও অস্ত্রসহ আটকের বিষয়ে থানা পুলিশের গোপনীয়তায় নানা প্রশ্ন উঠেছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পিস্তল গুলিসহ শিবিরের সভাপতি আরিফ শেখসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তার অন্যদের নাম পরিচয়সহ বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,ছাত্রশিবির,ধস্তাধস্তি,পুলিশ,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close