reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২২

গাজীপুরে ২১৬০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার দুই

গাজীপুরে কালোবাজারে বিক্রয়ের সময় অবৈধভাবে মজুদ করা ২১৬০ লিটার ডিজেল, ৪৩ হাজার টাকা, একটি ট্যাংক লরিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ (জিএমপি)। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে জিএমপির বাসন থানার নাওজোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার ওমর ফারুক বাবু (৪৩) ও জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম ঝটিয়ারপাড়া এলাকার মোখলেসুর রহমান (৩৮)। জিএমপির সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন জানান শুক্রবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক বাবু ও মোকলেছুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ্য ভাবে মজুদ রাখা ২০০০ লিটার ডিজেল ভর্তি একটিট লরি এবং বিক্রির ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।

পরে তাদের তথ্যমতে অভিযান পরিচালনা করে পলাতক সেলিম মিয়ার দোকান থেকে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম ও একটি ডিজেলের খালি ড্রাম জব্দ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেপ্তার,গাজীপুর,ডিজেল জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close